মুক্তবাজারে নষ্ট মগজ বেচেছি, বিবেক বেচেছি
চেতনা পুঁজি করে পুঁজিবাজারে বেচেছি মিছিল, মিটিং, আন্দোলন ও গণতন্ত্র
চেতনার দরে বিক্রি করেছি উচ্ছিষ্ট মেধা
যত্তসব সস্তা কবিতা
আমিও নষ্ট সেজেছি, নষ্ট সাজার উৎসবে
তোমরা যারা নষ্ট, রাষ্ট্রের সাথে অবৈধ সঙ্গমে লিপ্ত
তাদেরই ঔরসে জন্ম নেবে জারজ সন্তানেরা
অমিত্রাক্ষর কিংবা নিত্যনতুন ছন্দে
জন্ম নেবে প্রতিবাদী কবিতা
অতঃপর কবিতা পড়ার আয়োজন হবে
আবারো চেতনার দরে বিক্রি করব শরীর, ঘাম আর যথাক্রমে রক্ত, মাংস
নিদ্রাহীন রাত কাটাবো, কাটাতে রাজি আছি
তীব্র শীতে আবেগ বিলাতে রাজি আছি, মিছিলে
কুয়াশার ভিড়ে হারাতে রাজি আছি,
ছন্দের পতন ঘটাতে রাজি আছি
গভীর রাত্রিতে কাপড় হারিয়ে নগ্ন হতেও রাজি আছি
এত কিছু বিকিয়ে দেবার পরও
চাই লাল টকটকে সূর্য,
চাই রক্তজবার বিপ্লব,
চাই রঙিন স্বপ্ন
সবকিছু ছাই করে দিয়ে হলেও পতন চাই স্বৈরাচারের
নতুবা পুড়িয়ে দেব তোমার সাধের সকল সম্পত্তি,
প্রলুব্ধ হয়ে গুড়িয়ে দেব তোমার রাষ্ট্রযন্ত্র, উন্মাদ হবো
উন্মাদনায় মানচিত্রের এপিঠ ওপিঠ থেকে উপড়ে ফেলবো যত্তসব অনিয়ম আর অত্যাচার
প্রস্ফুটিত হবে রাষ্ট্র গোলাপ, আহা! সুরভিত রাষ্ট্র
অবশেষে— তোমার কাছ থেকে কেড়ে নেব ক্রমান্বয়ে গণতন্ত্র ও কাঙ্ক্ষিত স্বাধীনতা