১
নিজেকে পোড়ানোর দায় এড়াতে পারিনি বলেই— পুড়েছি নিষ্ঠুরভাবে
সূর্যের প্রখর রৌদ্রের মতন পুড়িয়েছি দীপ্তিহীন খালি গা
উৎকৃষ্ট ঘ্রাণে বিনিদ্র কালো রাতকে পুড়িয়েছি আমি
ক্ষীণকায় দেহের শেষ সম্বল পুড়িয়েছি নিঃস্বার্থভাবে
দ্রোহের তাড়নায় ঘুমকে পাঠিয়েছিলাম নির্বাসনে
হঠাৎ জেগে দেখি! ঘুমিয়েছিলাম বহুদিন হলো
২
মেঘকে বলে দিও বীথি, এভাবে যেন বৃষ্টি নামায় রোজ
ফাঁকা রাস্তাগুলোয় দেখা মেলুক উন্মাদ যুগলের
যতক্ষণ বৃষ্টি থাকবে— কেউ দেখবে না তাদের
ইচ্ছে করলেই চুম্বনে ভরিয়ে দেয়া যাবে প্রেয়সীর ঠোঁট
আজন্ম লালিত প্রেম ফেরি করা যাবে নির্দ্বিধায়
বাঁধ ভাঙা প্রেমের জোয়ারে ভাসিয়ে দেয়া যাবে সাম্রাজ্যবাদী ম্যুরাল
প্রেম ও দ্রোহের উপাখ্যানে রচিত হবে এক নতুন সভ্যতার