• শীতের সকাল

    শীতের সকাল

    ভোরের কুয়াশা নেমেছে নিঃশব্দ শহরের উপরে,শীতল বাতাস ঘুমন্ত ঘরের কোণে জাগায় স্মৃতি।পাতার শিশিরে রোদ খেলে, ঝলমল করছে নীরব পথ,পাহাড়ের ছায়া আলোর সঙ্গে ধীরে ধীরে নাচছে। নদীর জলে ধূসর আকাশের প্রতিফলন,পাখিরা আজ অদৃশ্য, বাতাসে ভেসে আসে এক হালকা সুর।মানুষ ঘুমের জালে আবদ্ধ, সময় যেন থমকে আছে,শহরের রাস্তায় নিঃশব্দ কুয়াশা ছড়িয়ে পড়েছে। চায়ের ধোঁয়া ভেসে আসে কোমল…