• দিওয়ান এ মানিক

    দিওয়ান এ মানিক

    ১ তুমি দেখিও না দাপট ক্ষমতার দম্ভ রক্তচক্ষু এই অধমেরেতুড়ির ইশারায় কতো খড়কুটো ওড়ে গেছে লাবনির চরে। ২ শোকাচ্ছন্ন সময়ে কি করে করো হে ঠাকুর মন্ত্রোচ্চারণশব্দ-মন্ত্রের নীলযাতনা সয়েছি খুব তবু করিনি বারণ! ৩ নটরাজ কি করে বোঝো মঞ্চসাজরাষ্ট্রসংঘে মানুষ খেলায় যুদ্ধবাজ। ৪ সর্ব রঙের বিষ সয়ে মন হয়েছে সাদাঘুনপোকায় বাঁশি খেলো উতলা রাধা। ৫ মনে…