-

প্রেম ও দ্রোহের উপাখ্যান
১ নিজেকে পোড়ানোর দায় এড়াতে পারিনি বলেই— পুড়েছি নিষ্ঠুরভাবেসূর্যের প্রখর রৌদ্রের মতন পুড়িয়েছি দীপ্তিহীন খালি গাউৎকৃষ্ট ঘ্রাণে বিনিদ্র কালো রাতকে পুড়িয়েছি আমিক্ষীণকায় দেহের শেষ সম্বল পুড়িয়েছি নিঃস্বার্থভাবেদ্রোহের তাড়নায় ঘুমকে পাঠিয়েছিলাম নির্বাসনেহঠাৎ জেগে দেখি! ঘুমিয়েছিলাম বহুদিন হলো ২ মেঘকে বলে দিও বীথি, এভাবে যেন বৃষ্টি নামায় রোজফাঁকা রাস্তাগুলোয় দেখা মেলুক উন্মাদ যুগলেরযতক্ষণ বৃষ্টি থাকবে— কেউ দেখবে…
-

প্রস্ফুটিত রাষ্ট্র গোলাপ
মুক্তবাজারে নষ্ট মগজ বেচেছি, বিবেক বেচেছিচেতনা পুঁজি করে পুঁজিবাজারে বেচেছি মিছিল, মিটিং, আন্দোলন ও গণতন্ত্রচেতনার দরে বিক্রি করেছি উচ্ছিষ্ট মেধাযত্তসব সস্তা কবিতাআমিও নষ্ট সেজেছি, নষ্ট সাজার উৎসবে তোমরা যারা নষ্ট, রাষ্ট্রের সাথে অবৈধ সঙ্গমে লিপ্ততাদেরই ঔরসে জন্ম নেবে জারজ সন্তানেরাঅমিত্রাক্ষর কিংবা নিত্যনতুন ছন্দেজন্ম নেবে প্রতিবাদী কবিতা অতঃপর কবিতা পড়ার আয়োজন হবেআবারো চেতনার দরে বিক্রি করব…
