-

শিশির আজম-এর গুচ্ছকবিতা
কুমোরদুহিতা আমি কুমোরের মেয়ে। চড়ুই পাখির ঠোঁটে ঘুমিয়ে ছিলাম,এক দানা ঘুম পড়েছে রাস্তায়,শকুন্তলা দেখেননি। আমাকে নতুন করে গড়তে চেয়ো না –মা আমাকে নিজ হাতে তৈরি করেছেন,আদি সৌন্দর্যের পোঁচ দিয়েছেন বাবা।কুমোরের মেয়ে, পানাম নগরে মৃদঙ্গ ডমরু… যে কোন মেয়েকেই আমি ভালবাসতে পারি পৃথিবীতেনোংরাকোন মেয়েনেই রাতের বুনো ঝোঁপ শিশিরের পাতা থেকে তোমাকে তুলে নিয়েছি আমি, কুয়াশা উৎসব।ভোর…
